About MRT Line-1:
MRT Line-1 বিমানবন্দর রুট এবং পূর্বাচল রুটে বিভক্ত থাকবে | বিমানবন্দর অংশের রুটটি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে শুরু করে বিমানবন্দর টার্মিনাল ৩, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, রাজারবাগ হয়ে কমলাপুর যাবে । সম্পুর্ন আন্ডারগ্রাউন্ড প্রায় সাড়ে ১৬ (ষোলো) কিলোমিটার দীর্ঘ এই রুটে ১২ টি স্টেশন থাকবে । যার মধ্যে নতুন বাজার স্টেশনে MRT Line -5 এর সাথে এই রুটের আন্তঃসংযোগ থাকবে ।
MRT Line-1 এর পূর্বাচলগামী অংশটি নতুন বাজার থেকে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা হয়ে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি, মাস্তুল, পূর্বাচল পশ্চিম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল সেক্টর -৭ হয়ে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত বিস্তৃত হবে । প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে বিমানবন্দর রুটের অন্তর্ভুক্ত নতুন বাজার ও যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ড স্টেশনদুটোসহ, মোট স্টেশন থাকবে ৯ টি । এর মধ্যে বসুন্ধরা থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ৭টি স্টেশন হবে এলিভেটেড ।
#DhakaMRTLine1
#DhakaUndergroundMetrorail
#DhakaMassRapidTransit
0 Comments